ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা: পিরোজপুরের ইন্দুরকানীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন করেছেন। সম্প্রতি উপজেলা প্রশাসনিক ভবনের সামনে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা চালু করার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের উদ্ধতপূর্ণ আচরণ ও অন্যায় আবদারের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন। এ সময় বক্তব্য রাখেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুল আলিম, সেক্রেটারির মোঃ লোকমান, প্রধান শিক্ষক মিনারা খাতুন, সহকারী শিক্ষক মোঃ মাসুদ, মোঃ সানাউল্লাহ নূরী, সালমা প্রমুখ। এ সময় উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের তিন শতাধিক প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন।
গ্রাম-গঞ্জ-শহর
ইন্দুরকানীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন
পিরোজপুরের ইন্দুরকানীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন করেছেন। সম্প্রতি উপজেলা