আনন্দঘন পরিবেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (এবং গণভোট-২০২৬) এর জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের মধ্যে প্রতীক বরাদ্দ ও নির্বাচনী আচরণবিধি সম্পর্কে অবহিতকরণ করা হয়।

আজ বুধবার (২১ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোঃ নিজাম উদ্দিন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কুড়িগ্রাম-১ আসনের বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক কুড়িগ্রামে কুড়ি তলা টাওয়ার স্থাপনের স্বপ্নদ্রষ্টা ও কুড়িগ্রাম-২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী তরুণ প্রজন্মের আইকন ডক্টর আতিক মুজাহিদ, জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, কুড়িগ্রাম-৩ এর বিএনপির প্রার্থী বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোঃ তাজভির উল ইসলাম, জামায়াতের মনোনীত প্রার্থী কুড়িগ্রাম-৪ আসনের বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তফাক, বিএনপির আজিজুর রহমান। কুড়িগ্রাম-২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ নূর বখ্ত মিয়া, দলটির কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ডাঃ আক্কাস আলী সহ আরও অনেকে উপস্থিত থেকে দলীয় প্রতীক গ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে অনানুষ্ঠানিকভাবে উৎসুক জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৩ আসনের দশ দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী এবং কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডক্টর আতিক মুজাহিদ।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন অফিসার মোঃ আলমগীর, কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ ফখরুল ইসলাম এবং কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহফুজার রহমান খন্দকার টিউটর, সাংবাদিক মোঃ মোস্তাফিজুর রহমান ও সাংবাদিক মোঃ ফজলে ইলাহি স্বপনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

১৪ টি ভোট কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ না থাকায় উক্ত কেন্দগুলোতে বিকল্প বিদ্যুৎ এর ব্যবস্থা করা হয়েছে একইসাথে ৩৮৭১ বুথের মধ্যে ভোটারদের সুবিধা অসুবিধার বিষয়ে খোঁজখবর নিতে সরেজমিনে লোকজন থাকবে বলে জানান জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, ভোট গণনা কোথায় হবে এবং রেজাল্ট কিভাবে দেওয়া হবে তার জবাবে জেলা নির্বাচন অফিসার মোঃ আলমগীর হোসেন বলেন সকল কেন্দ্রে ভোট গণনা হবে এবং সেখানেই ফলাফল ঘোষণা করা হবে।

কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিসার মোঃ আলমগীর এর দেওয়া তথ্য উপাত্ত থেকে জানা যায়, কুড়িগ্রামে মোট ভোটার সংখ্যা ১৮,৯৯,৯৩৭ জন এবং ভোট কেন্দ্রের সংখ্যা ৭০৬, ভোট কক্ষের সংখ্যা ৩৮৭১, ইউনিয়ন পরিষদের সংখ্যা ৭৩, পৌরসভা ৩টি।

হাতপাখার প্রার্থী ডাঃ আক্কাস আলী এবং মাওলানা মুহাম্মদ নূর বখ্ত মিয়া এবং তার সমর্থনে কুড়িগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ বলেন, এজাহারভূক্ত আসামি ছাড়া কাউকে জেন গ্রেফতার করা না হয়। জেলা প্রশাসক তার জবাবে বলেন, যাদের দারা নির্বাচন ব্যহত হওয়ার সম্ভাবনা রয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তবে তিনি পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমাকে না জানিয়ে যেন কোনো অভিযান পরিচালনা করা না হয়।