গাজীপুর-৫ আসনে নির্বাচনী মাঠে তৎপরতা ক্রমেই জোরালো হচ্ছে। আজ মঙ্গলবার সকাল পৌনে এগারোটার আগ পর্যন্ত সময়েই ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া মিলেছে। গাজীপুর-৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ খাইরুল হাসান আজ সারাদিনব্যাপী গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকের মধ্য দিয়ে নির্বাচনী এলাকায় ব্যস্ত সময় পার করছেন।
সকালে ফুলদী বাজারে গণসংযোগের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর নয়াবাজার ও মোহানী এলাকায় ধারাবাহিকভাবে পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। সকাল থেকেই নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ, শুভেচ্ছা বিনিময় ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হচ্ছে।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দুপুরের দিকে বাটিরা ও মাজুখান এলাকায় গণসংযোগ চলবে। নামাজ ও বিরতির পর বিকেলে উত্তর খৈকরা এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে মোহুর দোকান ও বক্তারপুর মার্কেট এলাকায় আসর থেকে মাগরিব পর্যন্ত গণসংযোগ, সন্ধ্যার পর বেরুয়া, বিবিগাঁও ও আলাউদ্দির টেক এলাকায় জনসংযোগ ও ভোটার সাক্ষাৎ কর্মসূচি চলবে।
এলাকাজুড়ে ভোটারদের মধ্যে চোখে পড়ছে উৎসাহ ও কৌতূহল। কৃষক, অটোচালক, দিনমজুর, গৃহিণী ও শিক্ষকরা অবাধ ভোটাধিকার, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত পরিবেশ এবং ন্যায়ভিত্তিক উন্নয়নের প্রত্যাশার কথা তুলে ধরছেন। অনেক ভোটারই বলছেন, দীর্ঘদিন পর ভোটের মাঠে প্রাণ ফিরে এসেছে।
গণসংযোগকালে মোঃ খাইরুল হাসান বলেন, তিনি নির্বাচিত হলে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন ও সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে কাজ করবেন। ভোটারদের সরাসরি কথা শোনা এবং তাদের সমস্যা জানাই তার প্রচারণার মূল লক্ষ্য বলে জানান তিনি।
শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে প্রচারণা চালানো হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা। আজকের সারাদিনের কর্মসূচি ঘিরে গাজীপুর-৫ আসনের বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লার পক্ষে জনসমর্থন আরও দৃশ্যমান হবে বলে আশা করছেন তারা।