ঝালকাঠি সংবাদদাতা: ঝালকাঠির সাংবাদিক মোঃ খলিলুর রহমানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ১৩ ডিসেম্বর শনিবার রাতে ঝালকাঠি সদর থানায় ভিকটিম খলিলুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। যার মামলা নং ১০, ধারা ১৪৩/ ৩৪১/ ৩২৩/ ৩২৫/ ৩০৭/ ৩৭৯/ ৫০৬(//) পেনাল কোড।
মামলার আসামীরা হলেন, ঝালকাঠি সদর থানার কীর্ত্তিপাশা ইউনিয়নের গোবিন্দধবল গ্রামের বেলায়েত সর্দারের পুত্র মোঃ সুজন সরদার (২৫), আনোয়ার সর্দারের পুত্র রাকিব সরদার (২৩), মোজাম্মেল তালুকদারের পুত্র মোঃ সজিব তালুকদার @ মোয়াজ্জেম (৩০) মোঃ জাকির সর্দারের পুত্র মোঃ লিমন সরদার।
মামলার বিবরণে জানা যায়, আসামীরা মাস্তান, চাঁদাবাজ, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী। ৪ ডিসেম্বর দুপুর অনুমান সাড়ে ১২টায় কীর্ত্তিপাশা ইউনিয়নের তারাপাশা ব্রীজের দক্ষিণ পাশে সংবাদ সংগ্রহকালে আসামীরা পূর্ব থেকে ওৎপেতে থেকে বাদী সাংবাদিক খলিলুর রহমানের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে হাড়ভাঙা জখম করে এবং পকেটে থাকা ১০ হাজার ৪শত টাকা নিয়া যায়। আহত অবস্থায় তাকে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ আহমেদ জানান, “প্রাথমিক তদন্ত শেষে মামলাটি রুজু করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”