মোঃ জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগ নেতা কাজী মনোয়ার হোসেন হায়দার (৬০) কাউন্সিলরকে আটক করেছে পুলিশ। নিজে নেতৃত্ব দিয়ে উপজেলায় অবস্থানকারী আওয়ামী লীগ নেতা কর্মীদের সংগঠিত করে সরকারের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকা- পরিচালনার গোপন মিটিং করাকালে তিনি আটক হয়েছেন।

সৈয়দপুর শহরের কাজীপাড়া হঠাৎ বস্তিসংলগ্ন রেলওয়ের ভাগার এলাকায় পুকুর পাড়ে এ ঘটনা ঘটেছে। কিন্তু কাজী মনোয়ার হোসেন হায়দারের পরিবারের দাবি নিছক পিকনিকের আয়োজন করা হয়েছিল। সেখান থেকে তাকে ভুয়া অভিযোগে আটক করা হয়েছে।

আটক কাজী মনোয়ার হোসেন হায়দার সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি কাজীপাড়া এলাকার মৃত কাজী ওমর আলীর ছেলে এবং সৈয়দপুর পৌরসভার ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তাকে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গুলী করে শিক্ষার্থীকে হত্যাচেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তে সন্দিগ্ধ আসামী হিসেবে গ্রেফতার দেখিয়ে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, ওই এলাকায় একটি পুকুর পাড়ে পিকনিকের নামে আওয়ামী লীগ নেতাদের নিয়ে কাজী মনোয়ার হোসেন হায়দার গোপনে মিটিং করছিলেন। এ খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মিটিংয়ে যোগদানকারী আওয়ামী লীগ নেতা কর্মীরা যে যার মত পালিয়ে যায়। পুলিশের ধাওয়া খেয়ে কাজী হায়দার পালানোর সময় রাস্তার পাশের ডোবায় পড়ে গেলে পুলিশের হাতে ধরা পড়েন।