খাগড়াছড়ি সংবাদদাতা : ঢাকার উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা কামনায় পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে। সম্প্রতি খাগড়াছড়ি প্রেসক্লাবের উদ্যোগে এ আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুন কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম রাজু অর্থ সম্পাদক রিপন সরকারসহ জেলাসহ বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

মানববন্ধন

গাইবান্ধায় ভূমিদস্যু ও সংখ্যালঘু নির্যাতনকারী জনৈক মইনুল মিয়ার বিরুদ্ধে বুধবার দুপুরে শহরের গানাসাস মার্কেটের সামনে এক প্রতিবাদ, পথসভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে গাইবান্ধা সদর উপজেলার পূর্ব-কোমরনই গোদারহাট এলাকাবাসী।

এসময় ভূমিদস্যু ঐ ময়নুল ও তার স্ত্রী গোলাপি বেগমের দায়ের করা কোর্টের মামলার বিরুদ্ধে বক্তব্য তুলে ধরে তাদের বিচার দাবি করেন গোদারহাট গ্রামের সমাজসেবক আব্দুল আজিজ, ভুক্তভোগী শ্রী কৃষ্ণ কুমার, শ্রী সনজিদ কুমার, আয়েশা খাতুন, শ্রীমতি সাগর রানী প্রমুখ।

তাড়াশ (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের তাড়াশে ২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি গুল্টা বাজার শহীদ এম মনসুর আলী ডিগ্রী কলেজ ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অত্র কলেজ হলরুমে কলেজ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মো. আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র কলেজের দাতা সদস্য আব্দুল বারিক খন্দকার। তাড়াশ উপজেলা জামায়াতের মজলিসুস শুরাহ সদস্য তালম ইউনিয়ন সভাপতি মোইসাহাক আলী অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবুল কালাম, সহকারী অধ্যাপক দুলাল হোসেন, সাইদুর রহমান, বারুহাঁস ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আসাদুসজ্জামান আসাদ।

সরিষাবাড়ী (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়ীতে ২২৭ শিশুর মাঝে শিক্ষা স্বাস্থ্যসামগ্রী ও ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। সম্প্রতি কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর অর্থায়নে ব্যাপিষ্ট এইড-বিবিসিএফ পরিচালনায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প সরিষাবাড়ী’র আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ এবং ফলদ ও বনজ গাছের চারা সেবামুলক প্রতিষ্ঠান সরিষাবাড়ী শিশু উন্নয়ন প্রকল্প শিমলা পল্লী তাডিয়াপাড়া এলাকায় এসব বিতরণ করা হয়েছে।

হুইল চেয়ার বিতরণ

মাগুরার শ্রীপুরে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে সম্প্রতি উপজেলা পরিষদ চত্বরে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ট্রাই সাইকেল বিতরণ করা হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যার্নাজী।

শ্রীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, শ্রীপুর প্রেসক্লাবের সহসভাপতি আশরাফ হোসেন পল্টুসহ অন্যরা।

সচেতনতামূলক সভা

সিংড়া (নাটোর) : থ্যালাসেমিয়া বিষয়ে সচেতনতা বাড়াতে নাটোরের সিংড়া উপজেলায় বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি সিংড়া উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সভায় থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধ, নির্ণয় এবং করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।

অনুষ্ঠান উপস্থাপনা করেন থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালের চীফ মেডিকেল অফিসার ডা. সাজিয়া ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল লতিফ মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানাসহ স্বাস্থ্যকর্মী ও শিক্ষার্থীরা।