খুলনা-৩ আসনের খালিশপুর থানাধীন আলমনগর এলাকায় জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমানের উদ্যোগে শনিবার (২৫ অক্টোবর) দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ সময় তিনি বলেন, স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়, এটি নাগরিকের মৌলিক অধিকার। ইসলামী রাষ্ট্র ব্যবস্থাই পারে সব নাগরিকের চিকিৎসা সেবাসহ মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রদান করতে। দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সারাদেশে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। মহানগরী আমীর আরও বলেন, দেশে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করার মাধ্যমে ধর্ম, বর্ণ, গোত্র নির্বশেষে সব শ্রেণি-পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব।

মূলত, কল্যাণ রাষ্ট্রের অনুপস্থিতিই মানুষের দুঃখ-দুর্দশার কারণ। অধিকারহারা মানুষের অধিকারের নিশ্চয়তা দিতে দেশকে আধুনিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে। ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও গণতান্ত্রিক মূল্যবোধের নতুন বাংলাদেশ গড়তে প্রয়োজনে ত্যাগ স্বীকারের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।

১৩ নং ওয়ার্ড আমীর মানজারুল ইসলাম এর সভাপতিত্বে ও ১৫ নং ওয়ার্ড আমীর আব্দুল জলিল হিমেলের পরিচালনায় ফ্রি মেডিকেল ক্যাম্পে জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, মহানগরী কর্মপরিষদ সদস্য মুকাররম বিল্লাহ আনসারী ও অধ্যাপক ইকবাল হোসেন, খালিশপুর থানা আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ১২ নং ওয়ার্ডের আমীর আরিফ বিল্লাহ, জামায়াত নেতা লোকমান হোসেন, ইমামুল হোসেন, সজ্জাদ হোসেন, নাসিম মোল্লা, জসিম মোল্লা, আব্দুস সালাম সানী, আজিজুল ইসলাম, নিয়াজুল ইসলাম, রেজা মেহবুব মল্লিক, ডা. আলমগীর, আসাদুল ইসলাম, কবির হুসাইন, হাসান মাসুদ, জাকারিয়া সুমন, খান আমানুল্লাহ, জিয়াউর রহমান, মুজাহিদুল ইসলাম, মাসুদুর রহমান মন্টু, খালিলুর রহমন, বাবুল হোসেন, আলমগীর হোসেন, শহীদুল্লাহ, কাজী জিয়াউল ইসলাম, মজাহিদ হাসান, মানিক মিয়া, ইলিয়াছ আলি, আরমান হোসেন, নূর আলী, আহাদ আলী, মেহেদী জামান, হাফেজ ইউনুস আলী, ইউনুছ আলী মন্টু, শ্রমিকনেতা নাছির উদ্দীন, হাফেজ নাছরুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

মহানগরী আমীর আরও বলেন, আমরা একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়তে চাই, যেখানে জনগণ নিরাপদে ও সুখে-শান্তিতে বসবাস করবে। সেই বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা প্রয়োজন।” তিনি আরও বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে। ভবিষ্যতে জামায়াতে ইসলামী জনগণের কল্যাণে আরও ব্যাপকভাবে কাজ করবে ইনশাআল্লাহ। তিনি উপস্থিত জনতার উদ্দেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের ভোট প্রার্থনা করেন। দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিভাগে শত শত রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। স্থানীয় জনগণ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।