দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দি ও হোমনা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে দাউদকান্দি মডেল থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার এলাকা থেকে মো. সবুজ মিয়া এবং হোমনা উপজেলার হোমনা বাজার এলাকা থেকে শহিদ মিয়াকে আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন—মো. সবুজ মিয়া (৩৮), দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরকখোলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এবং স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। অপরজন শহিদ মিয়া (৬০), হোমনা উপজেলার ঘনিয়ারচর গ্রামের দারব আলীর ছেলে। পুলিশ জানায়, শহিদ মিয়া স্থানীয় পর্যায়ে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন।দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার ইহসানুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন,“অপরাধ দমন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখাই আমাদের প্রধান লক্ষ্য। নিষিদ্ধ সংগঠনের সব ধরনের কার্যক্রম কঠোর নজরদারির আওতায় রয়েছে।” গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।