ঝিনাইদহ সংবাদদাতা : বিদ্যালয়ের মাঠ দখল করে চলছে ঠিকাদারি প্রতিষ্ঠানের রাস্তা নির্মাণ কাজ। নেই কোনো খেলার কিংবা লেখাপড়ার পরিবেশ। ঝিনাইদহ সদর উপজেলার মোসলেম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়টির মাঠ সড়ক নির্মাণের ইট-বালু-পাথরের গো-ভাগাড়ে পরিণত হয়েছে।

বিটুমিন বিষাক্ত কালো ধোঁয়া থেকে রক্ষা পেতে পলিথিন দিয়ে বিদ্যালয় ভবন মুড়িয়ে দিয়ে চলছে শিক্ষার্থীদের ক্লাস।

বিদ্যালয়ের মাঠেই এসব ইট-পাথর ও বিটুমিন জ্বালানো হচ্ছে। ফলে ক্ষতিকর কালো ধোঁয়া ও ছাই ছড়িয়ে পড়ছে শ্রেণিকক্ষ, আবাসিক এলাকা, ফসলের ক্ষেত, পথচারীর নাকে মুখে সহ আশেপাশের এলাকায়। বিটমিনের বিষাক্ত কালো ধোঁয়ার কারণে মারাত্মক পরিবেশ বিপর্যয়সহ স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও আশপাশের মানুষ।

বিদ্যালয়ের মাঠ দখল করে ঠিকাদারি প্রতিষ্ঠানের এমন কর্মকা-ে ক্ষুব্ধ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

ঝিনাইদহ সদর হাসপাতালের সামনে হামদহ স্ট্যান্ড থেকে নারিকেলবাড়িয়া বাজার পর্যন্ত সড়ক সংস্কারের কাজ শুরু হয় প্রায় ৪ মাস আগে। ওই সড়ক নির্মাণের জন্য পাথর-বালু ও বিটুমিনের ব্যারেল মোসলেম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে রাখে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের ম্যানেজ করে প্রভাব খাটিয়ে ঠিকাদার মিঠু খাঁন ও রাসেল আহমেদ স্কুল মাঠে মালামাল রেখেছেন। এবং শেষ পর্যন্ত তারা স্কুলের মাঠেই বিটুমিন জ্বালানোর কাজও করছেন। বুধবার সকাল ১০টার দিকে সরেজমিনে দেখা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের মোসলেম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সড়ক নির্মাণের পাথর-বালু ও বিটুমিনের ব্যারেল পড়ে আছে। পাশেই চলছে বিটুমিন বানানোর কাজ।