লক্ষ্মীপুর সংবাদদাতা
লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জে অগ্নিকা-ে দগ্ধ বিএনপি নেতা বেলাল হোসেনকে দেখতে সদর হাসপাতালে গেছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মো. রেজাউল করিম।
গতকাল শনিবার রাতে সদর হাসপাতালে গিয়ে দগ্ধ বেলাল হোসেনের চিকিৎসার খোঁজখবর নেন তিনি। এসময় তিনি বেলালের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং সমবেদনা জানান।
ড. রেজাউল করিম বলেন, এ ঘটনা মানবতাবিরোধী। ঘুমন্ত পরিবারকে পুড়িয়ে হত্যাচেষ্টা বর্বরতার সীমা ছাড়িয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এ সময় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তার সঙ্গে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, শুক্রবার গভীর রাতে বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হলে তার মেয়ে আয়েশা আক্তার শানজু (৭) অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। বেলাল ও তার দুই মেয়ে বিথি ও স্মৃতি দগ্ধ হন। তাদের মধ্যে বিথি ও স্মৃতিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়।