চট্টগ্রামের ফটিকছড়ি সদরের বিবিরহাট বাজারে গণসংযোগ করেছেন চট্টগ্রাম ২ (ফটিকছড়ি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। গত ১৩ ডিসেম্বর বিকেলে তিনি বাজারের বিভিন্ন দোকান ও ব্যবসায়ীর কাছে গিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান।
গণসংযোগকালে অধ্যক্ষ নুরুল আমিন বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পতিত ফ্যাসিস্ট গোষ্ঠী তৎপরতা চালাচ্ছে। এ কারণে দেশের বিভিন্ন স্থানে প্রার্থীদের ওপর হামলার ঘটনা ঘটছে। তিনি বলেন, ঢাকায় ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির ওপর হামলা হয়েছে। এসব ঘটনার প্রেক্ষাপটে তিনি ফটিকছড়িসহ চট্টগ্রামজুড়ে ভোটের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পৌরসভা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা নুরুল আলম আযাদ ও মাস্টার নাজিম উদ্দিন। আরও উপস্থিত ছিলেন পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী মুহাম্মদ বেলাল উদ্দিন, শ্রমিক নেতা শাহনেওয়াজ আলী চৌধুরী, সুন্দরপুর জামায়াতের সভাপতি সিরাজুল হক, ফটিকছড়ি পৌরসভা জামায়াতের সভাপতি জিয়াউল করিম রুবেল, কাজী লোকমান, মহিম উদ্দিন মুন্সি, প্রবাসী নেতা ইউসুফ, জাহেদুল ইসলাম, পেশাজীবী নেতা দিদারুল আলম, ব্যবসায়ী নেতা এনাম সিকদার, যুব নেতা নবীর হোসেন মাসুদ, ব্যবসায়ী নেতা লেয়াকত আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।