চুয়াডাঙ্গা সংবাদদাতা : শেখ হাসিনার নেতৃত্বাধীন ফ্যাসিস্ট সরকারকে ছাত্রসমাজ যেভাবে রাস্তায় নেমে প্রতিরোধ করেছে এবং অবশেষে দেশত্যাগে বাধ্য করেছে, তা বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম। তিনি সতর্ক করে দিয়ে বলেন, যদি মাসাল পাওয়ার দিয়ে রাজনীতি করা হয়, তবে তার পরিণতিও হবে আজকের ফ্যাসিস্ট সরকারের মতো করুণ ও লজ্জাজনক।
তিনি আরও বলেন, আমরা এমন একদল তরুণ তৈরি করতে চাই, যারা হবে সৎ, দক্ষ, যোগ্য ও নৈতিকতাসম্পন্ন—যারা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে এবং বিশ্ব দরবারে দেশের মর্যাদা উজ্জ্বল করবে। শুধু মেধাবী হওয়ায় যথেষ্ঠ নয়, হতে হবে দেশপ্রেমিক ও নৈতিকভাবে আদর্শ মানুষ। সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা ও ন্যায়ের প্রতি অবিচল অবস্থান এই গুণগুলো নিজেদের মধ্যে ধারণ করতে হবে।
গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা শহরের চেম্বার ভবনের আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় এসএসসি ২০২৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ২৫০ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সাগর আহমেদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার আমীর অ্যাডভোকেট রুহুল আমিন। তিনি বলেন, বাংলাদেশে গোল্ডেন এ প্লাস পাওয়া অনেক শিক্ষার্থী পরবর্তীতে দক্ষ চিকিৎসক ও প্রকৌশলী হয়েছেন, কিন্তু নৈতিকতার অভাব সমাজে বড় ক্ষতি ডেকে আনছে। জ্ঞান থাকা সত্ত্বেও কেউ যদি রোগীকে অযথা পরীক্ষা করান বা নি¤œমানের উপকরণ ব্যবহার করেন, তবে তা কেবল পেশাগত অবক্ষয় নয় নৈতিক দেউলিয়াত্বের পরিচায়ক। এই নৈতিকতা অর্জনের জন্য আমাদের কোরআন পড়তে, জানতে ও বুঝতে হবে।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় পরিষদ সদস্য ও জেলা সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুব হোসেন মিলন।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। অতিথিদের আলোচনার পর কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন আয়োজকরা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন
হাফেজ মাসুম বিল্লাহ জেলা অফিস সম্পাদক, বায়েজিদ বোস্তামী জেলা প্রচার সম্পাদক, আবু রায়হান জেলা সাহিত্য সম্পাদক, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সভাপতি পারভেজ আলমসহ অন্যান্য থানা দায়িত্বশীলবৃন্দ।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম।