স্টাফ রিপোর্টার, গাজীপুর ও শ্রীপুর উপজেলা সংবাদদাতা: গাজীপুর-৩ (শ্রীপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও গাজীপুর জেলা জামায়াতের আমির ড. মো. জাহাঙ্গীর আলম বলেছেন, দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়েই একটি কল্যাণমুখী, ন্যায়ভিত্তিক ও নিরাপদ সমাজ গড়ে তুলতে চাই। বিশেষ করে নারীরা যেন নিশ্চিন্তে কর্মস্থলে যেতে পারে এবং সকল পরিবেশে নিরাপদে চলাফেরা করতে পারে— সেই সুযোগ আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ।
বুধবার দুপুরে শ্রীপুরের একটি স্থানীয় রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
গাজীপুর জেলা জামায়াতের আমির ড. জাহাঙ্গীর আলম আরও বলেন, আমাদের নেতা-কর্মীদের কেউ যদি অনৈতিক বা অসদাচরণে লিপ্ত হয়, আপনারা সঙ্গে সঙ্গে জানাবেন। পুলিশ বিচার করার আগেই আমরা দলীয়ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। সৎ, শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল রাজনীতি প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।
তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনাদের সহযোগিতা ছাড়া একটি সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব নয়। আমাদের ভালো কাজে পাশে থাকবেন, আর কোনো ভুল হলে তা ধরিয়ে দেবেন— এটাই আমরা প্রত্যাশা করি। উন্নয়ন ও ন্যায়ভিত্তিক রাজনীতির অগ্রযাত্রাকে আরও গতিশীল করতেই আমাদের এই প্রচেষ্টা।
মতবিনিময় সভায় জেলা ও উপজেলা জামায়াতের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা উপস্থিত ছিলেন। তারা বলেন, আগামী নির্বাচনে জনগণের প্রত্যাশা, উন্নয়ন-অসন্তোষ এবং ভবিষ্যৎ পরিকল্পনাকে গুরুত্ব দিয়ে একটি শক্তিশালী ও জনবান্ধব রাজনীতি গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমীর গাজীপুর জেলা মুহাম্মদ আব্দুল হাকিম, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি গাজীপুর জেলা, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, শ্রীপুর উপজেলা আমীর মাওলানা মো. নূরুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বারী, রাজনৈতিক বিশ্লেষক ও মার্কিন সংগঠন মুনার প্রতিনিধি মাহতাব উদ্দিন আহমদ, শ্রীপুর উপজেল সেক্রেটারি ডা. জসীম উদ্দিন, শ্রীপুর উপজেলা অ্যাসিস্টেন্ট সেক্রেটারি আবুল কালাম আজাদ, শ্রীপুর পৌরসভা সেক্রেটারি মাওলানা মো. আবুল হোসাইন, ভাওয়ালগড় ইউনিয়ন আমীর ইঞ্জিনিয়ার ছিদ্দিকুর রহমান।
সভা শেষে সাংবাদিকরা ড. জাহাঙ্গীর আলমের কাছে বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন। তিনি সেসব প্রশ্নের জবাবে বলেন, জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত করাই হবে আমাদের রাজনীতির কেন্দ্রবিন্দু। আমরা প্রতিশ্রুতিবদ্ধ— একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনে।