নরসিংদী সংবাদদাতা : শিবপুরে চোর সন্দেহে গণপিটুনিতে সাইফুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। হাসপাতালে নেয়ার পর গতকাল শনিবার সকাল সাড়ে দশটায় তার মৃত্যু হয়।
এর আগে শুক্রবার দিবাগত রাতে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইটের সামনে মনোয়ার হোসেন রানার ফার্মেসীতে চুরি করার সময় এই গণপিটুনির ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম উপজেলার দুলালপুর ইউনিয়নের ভিটিচিনাদী গ্রামের আলী হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ফার্মেসীর তালা কেটে ভিতরে প্রবেশ করে চুরি করার সময় পথচারীরা দোকানের ভিতরে শব্দ শুনতে পান। এসময় তারা দোকানের মালিককে ফোন করে ফার্মেসির ভিতরে চোর ঢুকেছে বলে জানান। খবর পেয়ে বাড়ী থেকে এসে ফার্মেসী মালিক মনোয়ার হোসেন ডাক চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে সাইফুল ইসলামকে চুরির অভিযোগে আটক করে গণপিটুনি দেয়। এতে আহত হওয়ার পর সাইফুলকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। এবং পরে নরসিংদী জেলা হাসপাতাল রেফার্ড করা হয়। জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে সাইফুল ইসলামের মৃত্যু হয়।
এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসাইন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।