পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে রদবদল হয়েছে। এর মধ্যে সিআইডি, ডিএমপি, পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি), টুরিস্ট পুলিশের কর্মকর্তারা রয়েছেন। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা এক প্রজ্ঞাপনে বলা হয়, সিআইডির ডিআইজি এস এম ফজলুর রহমানকে রাজারবাগ পুলিশ টেলিকম ইউনিটে, ডিআইজি মো. সাজ্জাদুর রহমানকে এপিবিএনে, অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানকে ডিএমপির যুগ্ম-কমিশনার পদে বদলি করা হয়েছে।
এছাড়া টুরিস্ট পুলিশের পুলিশ সুপার খন্দকার খালিদ বিন নুরকে ডিএমপির উপ-কমিশনার, নোয়াখালীর পিটিসির পুলিশ সুপার আসমা বেগম রিটাকে এপিবিএন হেডকোয়ার্টার্সে, পিটিসি খুলনার পুলিশ সুপার সোমা হাপাংকে ময়মনসিংহে ইনসার্ভিস ট্রেনিং সেন্টার কামান্ড্যান্ট করা হয়েছে।
ডিএমপির যুগ্ম-কমিশনার মোহাম্মদ ওসমান গনি ও সানা শামীনুর রহমানকে ডিএমপির অতিরিক্ত কমিশনার করা হয়েছে।
এছাড়া এসবির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফয়েজুল কবিরকে একই শাখায় ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।