বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা : বেহাল দশায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা আশরাফ আলী সড়ক, দেড়যুগেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এসড়কে, এরইমধ্যে কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় হাজার হাজার মানুষ চরম দূর্ভোগে পড়লেও দেখার কেউ নেই, দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে স্থানীয়রা।

সরেজমিনে পরিদর্শনে গিয়ে ২,৩ ও ৭ নম্বর ওয়ার্ড সংলগ্ন এসড়কটির বেহাল পরিস্থিতি দেখা যায়। গণ্ডামারা বাজার থেকে মোয়াজ্জিন পাড়া ও গণ্ডামারা -বড়ঘোনা উচ্চ বিদ্যালয় হয়ে সকাল বাজার সংযোগ আশরাফ আলী সড়কটি খুবই ব্যস্ততম ও জনবহুল চলাচল সড়ক কিন্তু দীর্ঘ দেড়যুগেও এসড়কে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি।