উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে প্রায় এক কোটি দুই লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপসহকারী পরিচালক মো. আবুল ফয়েজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আসামীরা হলেন, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আরেফিন, রিল্যাক্স পরিবহন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মনসুরুল ইসলাম ও এমডি সোয়াইবুল ইসলাম।

এজাহার সূত্রে জানা গেছে, আসামীরা পরস্পর যোগসাজশে প্রতারণার মাধ্যমে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের কোনো ধরনের প্রয়োজনীয় রেকর্ডপত্র জমা না দিয়ে এবং বোর্ড সভায় উপস্থাপন বা অনুমোদন না নিয়ে প্রতিষ্ঠানের ৩০ লাখ টাকা তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে স্থানান্তর করেন। পরবর্তী সময়ে ওই অর্থ উত্তোলনের মাধ্যমে আত্মসাৎ করা হয়। ২০২৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত সুদসহ যার পরিমাণ দাঁড়ায় এক কোটি এক লাখ ৮৬ হাজার ৮২৮ টাকা।

আসামীদের বিরুদ্ধে দ-বিধির ৪০৯/৪২০/১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।