কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরা-শ্যামনগর আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণের লক্ষ্যে কালিগঞ্জ উপজেলার নলতায় সড়কের ওপর ওঠানো ব্যবসা প্রতিষ্ঠানের অবৈধ স্থাপনা ভেঙে ফেলেছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)।

গত ৩ নভেম্বর বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত নলতার ঘোড়াপোতা নামক স্থান থেকে চৌমুহনী পর্যন্ত প্রায় ৫০টিরও বেশি অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। যার মধ্যে নলতা হাসপাতালে একটি অংশ ভেঙে ফেলা হয়েছে।জরিপের মাধ্যমে এসব অবৈধ স্থাপনা চিহ্নিত করে সওজ। এরপর গত ১৮ নভেম্বর সাতক্ষীরা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর স্বাক্ষরিত একটি গণ বিজ্ঞপ্তিতে ৩ ডিসেম্বরের ভিতরে দেবহাটার গাজীরহাট বাজার হতে ৩০ কিলোমিটার এ অবস্থিত কালীগঞ্জ বাস টার্মিনাল ও কাকশীয়ালী ব্রীজ এর উভয় পার্শ্বে সড়ক ও জনপথ অধিদপ্তরের ভূমিতে অবস্থিত সকল অবৈধ স্থাপনা দখলদারদের নিজ খরচে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেয় সওজ। তারই ধারাবাহিকতায় ৩ ডিসেম্বর (বুধবার) নলতায় সেনাবাহিনী, পুলিশ ও সওজের যৌথ নেতৃত্বে শুরু হওয়া এ অভিযানে মহাসড়কের দুই পাশে বহু বছর ধরে দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান, টিনশেড ও বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়।