ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ওবাইদুল ইসলাম (৩৬) নামে এক বাংলাদেশীর লাশ ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ফেরত দিয়েছে। গত ২৮ এপ্রিল মহেশপুরের গোপালপুর সীমান্তে বিএসএফ ওবাইদুলকে গুলী করে হত্যা করে লাশ নিয়ে যায়।
মহেশপুর থানা ও বিজিবি সূত্রে জানা যায়, শনিবার বিকালে ভারতের ৫৯ বিএসএফরে মধুপর ক্যাম্প ও বাংলাদেশের ৫৮-বিজিবি‘র মাটিলা কোম্পানি কমান্ডারের মধ্যে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাদগা থানার এস আই বিশ্বজিৎ পাল মহেশপুর থানা ওসি তদন্ত সাজ্জাদ হোসেনের উপস্থিতে ওবাইদুল ইমলামের পিতা হানেফ আলী ও তার পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করেন। এসময় উভয় পক্ষের সীমান্ত রক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডারগণ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ৫৮-বিজিবি‘র অধিনায়ক লেঃ কর্ণেল রফিকুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দীর্ঘদিন ধরে চিঠি আদান-প্রদানের মাধ্যমে এই কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে।
ঈদগাহ মানবিক ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা : ঈদগাঁও উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ঈদগাহ মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়েছে। সম্প্রতি সংগঠনের সদস্যদের মাঝে চারা বিতরণের মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন হয়।
এসময় ঈদগাহ মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মনির আহমদ, উপদেষ্টা এডভোকেট মোবারক সাঈদ, নুরুল হুদা, নাছির উদ্দিনের উপস্থিতে ঈদগাঁও জাগির পাড়া বাইতুশ শরফ জামে মসজিদ প্রাঙ্গণে কয়েকটি ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
এদিকে পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচি উপজেলার বিভিন্ন এলাকায় জুলাই মাসব্যাপী চলমান থাকবে বলে জানান নেতৃবৃন্দ।