নির্বাচনী কার্যক্রমে বাধা প্রদান ও হামলার ঘটনা গণতান্ত্রিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

বাংলাদেশ জামায়াতে ইসলামির আমীর ডা. শফিকুর রহমানের নির্বাচনী আসন ঢাকা-১৫-এ মঙ্গলবার জামায়াতে ইসলামির উদ্যোগে এক নির্বাচনী গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিটি ইটখোলা এলাকার মসজিদুর রহমান জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পূর্ব কাজীপাড়া হয়ে মাদরাসা রোডে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত ও ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

গণসংযোগ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহিদুল ইসলাম সাম্প্রতিক সময়ে মিরপুর এলাকায় গণসংযোগ চলাকালে মহিলা জামায়াতের ওপর সংঘটিত হামলার ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, নির্বাচনী কার্যক্রমে বাধা প্রদান ও হামলা গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে।

তিনি আরও বলেন, একটি মহল পরিকল্পিতভাবে বিরোধী রাজনৈতিক কর্মকা- দমন করতে চাইছে। এ ধরনের কর্মকা- অব্যাহত থাকলে জনগণ তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। নেতৃবৃন্দ ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির নির্বাহী পরিষদ সদস্য ডা. মোবারক হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মো. তসলিম। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি আবু তাহের, প্রাইভেট ইউনিভার্সিটি পশ্চিম শাখার সভাপতি রেজাউল করিম, কাফরুল পশ্চিম থানার জামায়াতে ইসলামির আমীর আব্দুল খানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। প্রেস বিজ্ঞপ্তি।