তিতাস (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার তিতাসে নারান্দিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার আওয়ামী লীগ নেতা মো. ওসমান খানকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার বিকালে নিজ এলাকা থেকে তাকে আটকের পর সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃত মো. ওসমান খাঁন (৩৮) উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) এবং নয়াকান্দি গ্রামের মৃত রমিজ খাঁনের ছেলে। তিতাস থানার ওসি মোহাম্মদ ওসি মোহাম্মদ আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করে স্থানীয় সাংবাদিকদের জানান, গত বছরের ৫ আগস্টের ছাত্র-জনতার উপর হামলার মামলার ঘটনায় তাকে আটক করে জেল-হাজতে পাঠানো হয়েছে।
গ্রাম-গঞ্জ-শহর
তিতাসে আ’লীগ নেতা আটক
কুমিল্লার তিতাসে নারান্দিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার আওয়ামী লীগ নেতা মো. ওসমান খানকে আটক করেছে থানা পুলিশ।