আমতলী (বরগুনা) সংবাদদাতা : বরগুনার আমতলী উপজেলায় স্কুল শিক্ষক মোঃ রফিকুল ইসলামের ওপর সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার ঘটনায় উপজেলার শিক্ষকরা মানববন্ধন করেছেন। ওই মানববন্ধনে ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের পক্ষ নিয়ে ইউপি সদস্য মজিবুর রহমান ককন তালুকদার বাঁধা দেয়। এ ঘটনার পরপরই প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির আমতলী থানায় সাধারণ ডায়েরী করেছেন। ঘটনা ঘটেছে আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণের মানববন্ধনে বরিবার সকালে।

জানা গেছে, আমতলী উপজেলার চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলামের কাছে উপজেলা যুবলীগ সদস্য মোঃ মিজানুর রহমান ও তার সহযোগীরা দুই লাখ টাকা চাঁদা দাবী করেন। ওই টাকা দিতে অস্বীকার করায় তাকে গত ২১ অক্টোবর রাতে সন্ত্রাসী মিজানুর রহমান, তোতা তালুকদার, আবুল কালাম আজাদ নয়া তালুকদার ও তাদের সহযোগীরা বিদ্যালয় হোস্টেল থেকে শিক্ষক রফিকুল ইসলামকে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। ওই রাতে তারা ঘোপখালী এলাকায় নয়া মিয়ার কলা বাগানে নিয়ে বেঁধে লোহার রড দিয়ে রাতভর বর্বরোচিত নির্যাতন চালায়। এ ঘটনায় শিক্ষক রফিকুল ইসলাম বাদী হয়ে গত ২৮ অক্টোবর আমতলী থানায় মিজানুর রহমানকে প্রধান আসামী করে ৪ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও চাঁদাবাজি মামলা দায়ের করেছেন।