প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড–২০২৪ প্রদান, শনিবার (৬ ডিসেম্বর) — যশোর জেলা পরিষদ মিলনায়তন (বিডি হল)–এ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় পর্যায়ে নির্বাচিত স্কাউট সদস্যদের হাতে সর্বোচ্চ এই সম্মাননা তুলে দেওয়া হয় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবব্রত পাল। বিশেষ অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক খাঁন মাসুম বিল্লাহ এবং অতিরিক্ত পুলিশ সুপার, যশোর।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের সভাপতি ও যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আসমা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা, জেলা ও উপজেলা পর্যায়ের স্কাউট লিডারগণ।

এবারের আয়োজনে খোকসা উপজেলায় সৃষ্টি হয়েছে নতুন ইতিহাস। প্রথমবারের মতো স্কাউটার মিমি এবং স্কাউটার রুদ্ধ্র প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড–২০২৪ অর্জন করে খোকসার নাম জাতীয় পর্যায়ে উজ্জ্বল করেছেন। তারা দু’জনই খোকসা–জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট ইউনিটের সদস্য।

এই সম্মাননা অর্জনের পথে তাদের অতিক্রম করতে হয়েছে বহুধাপের কঠোর মূল্যায়ন—ইউনিট, উপজেলা, জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ের লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে তারা প্রমাণ করেছেন দক্ষতা, নেতৃত্ব ও যোগ্যতা।

এই অর্জনের পেছনে যাঁরা পাশে ছিলেন—তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পুরস্কারপ্রাপ্তরা। বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়েছে— খোকসার সাবেক উপজেলা নির্বাহী অফিসার জনাব রিপন বিশ্বাস, ইরুফা সুলতানা, প্রদীপ্ত রায় দীপন।

এছাড়া আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে বর্তমান উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি, বাংলাদেশ স্কাউটস খোকসা উপজেলা মো. মাহমাদুল হাসান–কে। পুরস্কার গ্রহণ করতে তিনি সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতা প্রদান করেছেন।

অন্যদিকে ধন্যবাদ জানানো হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফুজ্জামান বিল্লু, স্কাউট সম্পাদক, ইউনিট লিডার এবং অভিভাবকদের, যাদের সহযোগিতা ছাড়া এ অর্জন সম্ভব হতো না।

উল্লেখযোগ্য বিষয় হলো—২০২৪ সালে কুষ্টিয়া জেলার ছয়টি উপজেলার মধ্যে একমাত্র খোকসা উপজেলাই প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের গৌরব পেয়েছে।

স্কাউটার মিমি ও রুদ্ধ্রের এই ঐতিহাসিক সাফল্য খোকসা উপজেলায় নতুন উদ্দীপনা ও সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। সংশ্লিষ্ট সকলেই তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।