পঞ্চগড় সংবাদদাতা : গত শনিবার গভীর রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আজিজনগর এলাকায় স্কুল শিক্ষক বেলায়েত হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনায় আটক ৫ জন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ। একই সাথে চক্রটি বৃহৎ ডাকাতির পরিকল্পনা নিয়ে তেঁতুলিয়ায় প্রবেশ করে বলে প্রেস বিফ্রিংয়ে বিষয়টি জানিয়েছেন, পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি। গত সোমবার (০৩ মার্চ) দুপুরে পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি।

তিনি বলেন, ঘটনার পর পরেও পুলিশের ৪ থেকে ৫টি টিম নিয়ে রাতভর অভিযান পরিচালনা করে।

এদিকে রোববার (২ মার্চ) সকালে ট্রাকের এক চালককে আটকের পর যাত্রীবাহী বাস থেকে আরো চারজন সহ মোট ৫ জনকে আটক সহ নগদ সাড়ে ১২ হাজার টাকা, আড়াই ভড়ি স্বর্ণসহ ৫টি মোবাইল ফোন ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়।