মোংলা সংবাদদাতা : মোংলা পৌর শহরের মাদ্রাসা রোডে অবস্থিত একটি মাদকের আখড়ায় অভিযান চালিয়ে বাবা ও ছেলেসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। রোববার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
নৌবাহিনীর মোংলা কন্টিনজেন্টের কর্মকর্তা লেফটেন্যান্ট মো. ইকবাল হোসেন জানান, মাদক বেচাকেনা ও সেবনের অভিযোগে দীর্ঘদিন ধরে নজরদারিতে থাকা ওই স্থানে ২০ সদস্যের একটি বিশেষ দল অভিযান চালায়। অভিযানের সময় নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত বেশ কয়েকজন মাদকসেবী কৌশলে পালিয়ে যায়।
পরবর্তীতে আখড়াটির বিভিন্ন কক্ষ তল্লাশি চালিয়ে নৌবাহিনীর সদস্যরা উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা, গাঁজা এবং মাদক সেবনের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। একই সঙ্গে হাতেনাতে তিনজন সক্রিয় মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। অভিযানের সময় ওই স্থান থেকে বিদেশি মদের বোতল ছাড়াও চুরি ও ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ ধারালো অস্ত্র এবং নানা ধরনের সন্দেহজনক সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মো. সজল হোসেন সুজন (২৮), মো. নজরুল ইসলাম (৪৮) এবং মো. রায়হান (২৬)। তারা সবাই মোংলা পৌর শহরের মাদ্রাসা রোড এলাকার বাসিন্দা। আটক নজরুল ইসলাম ও সজল হোসেন সুজন সম্পর্কে বাবা ও ছেলে বলে নিশ্চিত করেছে নৌবাহিনী।
নৌবাহিনী সূত্রে জানানো হয়েছে, আটক মাদক ব্যবসায়ীসহ উদ্ধারকৃত মাদক ও অন্যান্য আলামত আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে লেফটেন্যান্ট মো. ইকবাল হোসেন আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় সন্ত্রাসী তৎপরতা, মাদক ব্যবসা ও অন্যান্য বেআইনি কর্মকা- প্রতিরোধে নৌবাহিনী সর্বদা সতর্ক ও সক্রিয় থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।