রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় পদ্মা এক্সপ্রেস ও বাংলাবান্ধা এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল। তদন্ত কমিটির সদস্যরা হলেন- বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোছা. হাসিনা খাতুন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আশিশ কুমার এবং বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মন্ডল। প্রাথমিক তথ্য অনুযায়ী, শনিবার দুপুর আড়াইটার দিকে একটি ট্রেন ওয়াশপিটে পরিষ্কারের জন্য প্রবেশ করছিল, আরেকটি ট্রেন ওয়াশপিট থেকে বের হওয়ার সময় সংঘর্ষ ঘটে। এতে একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। তবে ঘটনাস্থল স্টেশন এলাকায় হওয়ায় বিকল্প লাইন থাকায় ট্রেন চলাচলে বড় কোনো বিঘ্ন ঘটেনি। লাইনচ্যুত বগিগুলো যাত্রীবিহীন থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

হেরোইনসহ দুই মহিলা গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে ৫ কেজি হেরোইনসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে। গত শনিবার ভোর সাড়ে ৬টার দিকে গোদাগাড়ী পৌরসভার সুলতানগঞ্জ গাঙোবাড়ি রোডপাড়া জামে মসজিদ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই নারী হলেন- ওই এলাকার আবুল কাশেমের স্ত্রী নাজমা বেগম (৫৩) ও মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা গ্রামের মৃত আলমের স্ত্রী তাহমিনা বেগম মিনু (৫৫)। তাদের কাছ থেকে উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি টাকা। পুলিশ জানিয়েছে, মৌলভীবাজার থেকে হেরোইন নিতে গোদাগাড়ী এসেছিলেন তাহমিনা বেগম। নাজমা বেগম তার কাছে হেরোইন হস্তান্তর করছিলেন। তখন অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।