জামালপুরে গণ পরিবহন সেক্টরে সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা কর্মীদের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। এর প্রতিবাদে জামালপুরে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন নেতারা। গতকাল মঙ্গলবার সকাল থেকে জামালপুর থেকে কোনো বাস ছেড়ে যায়নি। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুরের সদস্য সচিব আব্দুল্লাহ আল আরিফ সৌরভ বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাস শ্রমিকরা হামলা করেন। এর পর থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। ৫ আগষ্টের পর সারাদেশে বিভিন্ন সেক্টরে সংস্কার হলেও জামালপুররে পরিবহন সেক্টরে আগের মতোই রয়েছ।
জামালপুর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও শ্রমিক ইউনিয়নের সিঃ যুগ্ম আহ্বায়ক আব্দুস সোবহান জানান, ছাত্র নামে কতিপয় দুষ্কৃতকারী জামালপুর বাসস্ট্যান্ডের সামনে রাস্তা অবরোধ করে এবং যান চলাচল বিঘ্ন ঘটায়। তাদের সঙ্গে আলোচনার প্রস্তাব দেয়া হলে তারা সে প্রস্তাব প্রত্যাখান করে এবং বাসস্ট্যান্ডে ঢুকে শ্রমিকদের উপর হামলা করে।