বাংলাদেশ সেনাবাহিনী রাজশাহীর তেরখাদিয়া স্টেডিয়ামে দিনব্যাপী এক মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। এখানে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে।

প্রথম দিন বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এই চিকিৎসা কার্যক্রমে স্থানীয় সাধারণ মানুষজন অংশ নেন স্বতঃস্ফূর্তভাবে। চিকিৎসা নিতে আসা মানুষদের মাঝে ছিল প্রবীণ, নারী ও শিশুর সংখ্যাই বেশি। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পেরে তারা গর্বিত। এটি একটি মানবিক উদ্যোগের অংশ, যার মাধ্যমে দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষজন সেবা পাওয়ার সুযোগ পাচ্ছেন।