নেত্রকোনা সংবাদদাতা : নেত্রকোনার ইটভাটা, পরিবেশ বিপর্যয় ও করণীয় বিষয়ক আলোচনা সভা(এফজিডি) এর আয়োজন করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি(বেলা) ও এআরএফবি, নেত্রকোনা
সোমবার(৮ এপ্রিল) সকাল ১১ টায় সাকুয়া বাজার আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশের এআরএফবি হলরুমে এ আলোচনার আয়োজন করা হয়।
আলোচনা সভায় নেত্রকোনা জেলার অবৈধ ইটভাটা গুলোর বিকল্প এবং এই ভাটা গুলোতে কর্মরত শ্রমিকদের পেশার বিকল্প বিষয় গুলো নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়াও এই ভাটা গুলো কতটুকু পরিবেশ বান্ধব তা নিয়েও আলোচনা করা হয়।
এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন আব্দুর রহমান ফাউন্ডেশন এর চেয়ারম্যান দিলওয়ার খানের সভাপত্বিতে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন বেলার বিভাগীয় সমন্বকারী গৌতম চন্দ্র চন্দ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শহীদুল ইসলাম, ওমেন্স কর্নারের সভাপতি ফারহানা আক্তার নিলু, বারসিকের আঞ্চলিক সমন্বকারী অহিদুর রহমান, আদর্শ গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোস্তাকিম বিল্লা, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বেতারের নেত্রকোনা সংবাদাতা এম মুখেছুর রহমান খান , এনটিভির ষ্টাফ রিপোর্টার ভজন দাস, সেরার সমন্বয়কারী আলী উসমান, বার্তা২৪ এর জেলা প্রতিনিধি মির্জা হৃদয় সাগর, এআরএফবি সেক্রেটারি চন্দন নাথ চৌধুরী।