চট্টগ্রাম মহানগরীর গুরুত্বপূর্ণ পাইকারি খাদ্যপণ্যের বাজার চাকতাই চালপট্টি এলাকায় গতকাল শনিবার “খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩”-এর আওতায় বেআইনি মজুদ বিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। চট্টগ্রামের জেলা প্রশাসকের নির্দেশক্রমে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া মুমতাহিনা। জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের কর্মকর্তারা অভিযানে সহযোগিতা করেন। অভিযানে বেশ কয়েকটি পাইকারি চালের আড়তে লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা, চালান রেজিস্ট্রার যথাযথভাবে সংরক্ষণ না করা, স্বাস্থ্যবিধি না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য মজুদ এবং মানহীন চাল সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।

উক্ত অনিয়মের দায়ে সংশ্লিষ্ট আইনে ২টি মামলায় মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ২টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

এ বিষয়ে জেলা প্রশাসন জানায়, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজারমূল্য স্থিতিশীল রাখতে বেআইনি মজুদকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জনস্বার্থে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।