নাটোরে দেশের উন্নয়নে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে ‘জনগণের কথা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা এগারোটায় জেলা তথ্য অফিসের উদ্দ্যোগে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ হলরুমে এ সভার আয়োজন করা হয়।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক কে এম আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার মোঃ আঃ আওয়াল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মেহেদী হাসান এবং নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।

সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ সৃস্টি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালনের মধ্য দিয়ে বৈষম্যমুক্ত সুখী সমৃদ্ধ দেশ গড়তে হবে। তবেই গণঅভ্যুত্থানের লক্ষ উদ্দেশ্য ও আত্বত্যাগ সার্থক হবে।

অনুষ্ঠানে দেশের উন্নয়ন গতিশীল করতে গুণগতমানের গবেষণাধর্মী শিক্ষা এবং শিক্ষাঙ্গনের যথাযথ পরিবেশ নিশ্চিত কর। দুর্নীতি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা। পৌরসভাগুলোর বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন করা। জলাশয়ের অবৈধ দখল উচ্ছেদ করা, অনলাইন গুজব প্রতিরোধে সচেতন থাকা, শিশুর মানসিক বিকাশ, মোবাইল ফোনের অপব্যবহার রোধ এবং নৈতিকতা ও মূল্যবোধ ইত্যাদি ইস্যুতে শিক্ষার্থীসহ সুধীজন তাদের মতামত ব্যক্ত করেন।