শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ও বিকালে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে শহরের আলফালাহ মিলনায়তনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা আক্তার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আলমগীর হোসেন, বাংলাদেশ তাঁত বোর্ড কুমারখালী শাখার এজিএম মেহেদী হাসান, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকার, সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, দপ্তর সম্পাদক মাসুদ রানা বক্তব‍্য রাখেন।

জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি সোহরাব উদ্দিন।

উপজেলা জামায়াতের আমীর আফতাব উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস‍্য ও সাবেক উপজেলা সেক্রেটারি কামরুজ্জামান মিয়া এবং পৌর আমীর এ‍্যাড: রবিউল ইসলাম।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন অর রশীদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন সাবেক উপজেলা সেক্রেটারি মাওলানা শামসুদ্দিন আহমেদ, বতর্মান সহকারী সেক্রেটারি আবুল আহসান শমসের, মাওলানা আব্দুল হাকিম প্রমূখ।