বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শহর শাখার সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে আরজত আতরজান স্কুলে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
মাওলানা আব্দুর রাজ্জাক গাফুরীর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমীর অধ্যাপক মোঃ রমজান আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পাবলিক লাইব্রেরির সহসভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শহর শাখার আমীর জনাব আ ম ম আব্দুল হক, শহর সেক্রেটারি আ ন ম নয়িম, সমাজকল্যাণ সেক্রেটারি মোঃ ইব্রাহিম খলিল, বিশিষ্ট সমাজ সেবক জিয়াউর রহমান প্রমুখ।
উক্ত অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আরজত আতরজান স্কুলের প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক ও সহকারী প্রধান শিক্ষক হুমায়ুন কবির।