বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, একটি নৈতিক ও উন্নত সমাজ গড়তে শিক্ষকদের জন্য উন্নত কর্মপরিবেশ সৃষ্টি করতে চাই। তিনি বলেন, জামায়াতে ইসলামী যদি আল্লাহর রহমতে জনগণের ভালোবাসায় ক্ষমতায় যেতে পারে তাহলে শিক্ষার মান উন্নয়নে সর্বাধিক অগ্রাধিকার দেয়া হবে।
গতকাল রাজশাহীর তানোর উপজেলার কোয়েল উচ্চবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে একথা বলেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অন্যতম নেতা ড. মো. ওবায়দুল্লাহ্, তানোর উপজেলা আমীর মাওলানা আলমগীর হোসেন, পাচন্দর ইউনিয়ন আমীর জুয়েল রানাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, শিক্ষকদের হাত ধরেই দেশের শ্রেষ্ঠ সন্তান গড়ে উঠে। তাদের হাত ধরেই একটি জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে। তাই তাদের উন্নত কর্মপরিবেশ ও সুযোগ-সুবিধা থাকা অত্যন্ত জরুরি। একজন শিক্ষক যখন স্বস্তি ও পর্যাপ্ত সুযোগ সুবিধার মাধ্যমে নিরাপদ কর্মক্ষেত্র পান তখন তিনি তার মেধা জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে ছাত্রছাত্রীদেরকে পাঠদান করে উন্নত, নৈতিক ও যোগ্যতা সম্পন্ন নাগরিক গড়ে তোলেন। তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি আল্লাহর রহমতে জনগণের ভালোবাসায় ক্ষমতায় যেতে পারে তাহলে শিক্ষার মান উন্নয়নে সর্বাধিক অগ্রাধিকার দেয়া হবে। এছাড়াও শিক্ষাক্ষেত্রে কারিগরি ও প্রশিক্ষণ নির্ভর শিক্ষার বিস্তারে গুরুত্ব প্রদান করা হবে। অধ্যাপক মজিবুর রহমান তানোর উপজেলার বিভিন্ন নন এমপিও স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষকদের দ্রুত এমপিওভুক্তির জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।