ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনার ২৬ বছর পূর্তি উপলক্ষে সকল জনবলদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টায় হাসপাতালের দ্বিতীয় তলায় কনসালটেশন জোনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান প্রফেসর ডা. এম. জোবায়দুর রহমান। তিনি তাঁর বক্তব্যে ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনাকে একটি আধুনিক ও উন্নত মানের হাসপাতাল করতে সকল ধরনের সুযোগ সুবিধা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন। তিনি হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকতার সাথে হাসিমুখে রোগীর সেবা প্রদান করার আহবান জানান।
হাসপাতালের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট এ. এস. এম. মামুন শাহীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আব্দুল জলিল, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. খুরশিদ ওয়াহাব, আইবিএফ কমিটির সদস্য প্রফেসর ড. এম মাসুদ রহমান।
বিশেষ অতিথিবৃন্দ হাসপাতালের সেবার মান উন্নয়নের জন্য অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন। মতবিনিময় সভায় অতিথিবৃন্দ হাসপাতালের স্টাফদের পরামর্শ ও মতামত গ্রহণ করেন। অনুষ্ঠানে ২০২৪ সালে কর্মকর্তা-কর্মচারীদের মধ্য থেকে ৮জনকে Best of The Employee-২০২৪ সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া সকালে অতিথিবৃন্দ হাসপাতালের বর্ধিত নতুন ভবনের ১৬টি কেবিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আমীর হামজার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মুকাররম বিল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাসপাতালের আরএমও ডা. মো. তারেক ইমরান, রিসিপশন ইনচার্জ মো. ফারুক হোসেন, ওটি ইনচার্জ জেবুন্নেছা আক্তার শিখা প্রমুখ।