রংপুরে দুর্নীতি প্রতিরোধে শপথ নিলেন ছাত্র-শিক্ষক, সাংবাদিকসহ শতাধিক নাগরিক। গতকাল মঙ্গলবার রংপুরের আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে "দুর্নীতির বিরুদ্ধে একসাথে" প্রতিপাদ্যকে সামনে রেখে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক), রংপুর-এর আয়োজনে “স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময়” শীর্ষক সভায় তাঁরা এ শপথ নেন। সভায় দুর্নীতিবিরোধী স্বেচ্ছাব্রতী সংগঠন সনাক ও ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) এবং তৃণমূল পর্যায়ে কমিউনিটিভিত্তিক এ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) প্রায় শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।
সচেতন নাগরিক কমিটি (সনাক), রংপুর এর সভাপতি ডক্টর শাশ্বত ভট্টাচার্য এর সভাপতিত্বে সভার লক্ষ্য ও উদ্দেশ্য এবং বিভিন্ন প্রশ্নের বিষয় নিয়ে আলোচনা করেন টিআইবি’র সিভিক এনগেজমেন্ট এর কোঅর্ডিনেটর আতিকুর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি প্রফেসর শাহ আলম। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি নাফিসা সুলতানা ও সনাক সদস্য সামসাদ বেগম, সিদ্দিকুর রহমান, আহসান হাবীব লিবার্টি, এ্যাডভোকেট এ এ এম মুনীর চৌধুরী প্রমুখ। ইয়েস-এর পক্ষ থেকে দলনেতা, সহ-দলনেতা ও সদস্যবৃন্দ এবং স্থানীয় পর্যায়ে প্রতিষ্ঠান ভিত্তিক এসিজি এর প্রতিনিধিবৃন্দ দুর্নীতিবিরোধী আন্দোলনে তাদের অভিজ্ঞতা, সফলতা এবং করণীয় সর্ম্পকে মতামত প্রদান করেন। সভায় বক্তারা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় সনাক, ইয়েস এবং এসিজি’র সদস্যবৃন্দ দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতার পাশাপাশি বিগত এক বছরের শিক্ষণীয় বিষয় ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণ নিয়ে আলোচনা করা হয়। এর আগে, সনাক রংপুরের কার্যক্রমের অর্জন, চ্যালেঞ্জ ও উত্তোরণের উপায় তুলে ধরেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর-সিই আলমগীর কবির। আলোচনা শেষে সনাক সভাপতির নেতৃত্বে সকল সদস্যবৃন্দ দুর্নীতিবিরোধী শপথ পাঠ করেন।
আশরাফুল হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড : রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা এলাকায় ব্যবসায়ী আশরাফুল হত্যা মামলায় আব্দুল খালেক (৫৫) নামে এক আসামীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। গতকাল ২৯ শে জুলাই মঙ্গলবার দুপুরে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোহাম্মদ নাজির এ আদেশ প্রদান করেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ১৫ই জানুয়ারী পীরগঞ্জ উপজেলার এলাকার ব্যবসায়ী আশরাফুল বাসা থেকে বের হওয়ার পরে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করার পরেও তার কোন সন্ধান না পাওয়ায় এ ব্যাপারে পীরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করে তার স্বজনরা। ঘটনার একমাস পর ১৫ই ফেব্রুয়ারী তারিখে বাড়ির কাছে একটি সেফটি ট্যাংক থেকে ব্যবসায়ী আশরাফুলের লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে নিহতের স্ত্রী মোরশেদা খাতুন বাদি হয়ে পীরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় খালেক নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে। আসামি আব্দুল খালেক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করে হত্যার কথা স্বীকার করে। পুলিশ তদন্ত শেষে আসামি খালেকসহ ৫ আসামির বিরুদ্ধে আদালতে চার্জসীট দাখিল করে। মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য প্রমান ও জেরার শেষে আসামী আব্দুল খালেক কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
সেই সাথে অপর ৪ আসামীকে বেকুসুর খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণাার সময় আসামি আদালতে উপস্থিত উপস্থিত ছিল। পরে তাকে পুলিশি পাহারায় কারাগারে পাঠানো হয়। আসামীপক্ষের আইনজীবি আব্দুর রশিদ চৌধুরী জানান তারা ন্যায্য বিচার পাননি এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।