বগুড়া শহরের সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী, পলাতক আসামী ঝুমুর সরকারকে(৪০) গ্রেপ্তার করেছে ডিবি বগুড়া। সম্প্রতি শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ঝুমুর সরকার শহরের চক সূত্রাপুর কসাইপাড়া এলাকার মজিবর রহমান সরকারের ছেলে। এছাড়াও তিনি আলোচিত মতিন কাউন্সিলরের ভাই এবং শহরের অপরাধজগতের পরিচিত মুখ। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ডিবির ইনচার্জ ইকবাল বাহার। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ০৪ আগস্ট বগুড়া শহরের বড়গোলা ট্রাফিক পয়েন্ট এলাকায় ছাত্রজনতার শান্তিপূর্ণ মিছিলে অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। ককটেল ও পেট্রোল বোমার বিস্ফোরণের পাশাপাশি পিস্তল ও কাটা রাইফেল দিয়ে গুলি বর্ষণ করা হয়। এ হামলায় মো. আ. মান্নান (৭২) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ঘটনার পর ১১ সেপ্টেম্বর সদর থানায় মামলা হয়। মামলার অন্যতম পলাতক আসামী ছিলেন ঝুমুর সরকার। তিনি আরও জানান, ঝুমুর সরকারের বিরুদ্ধে হত্যা, মাদক, অপহরণ, চাঁদাবাজি ও মারপিটসহ মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রাম-গঞ্জ-শহর
বগুড়া শহরের সন্ত্রাসী ঝুমুর সরকার গ্রেপ্তার
বগুড়া শহরের সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী, পলাতক আসামী ঝুমুর সরকারকে(৪০) গ্রেপ্তার করেছে ডিবি বগুড়া। সম্প্রতি শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ঝুমুর সরকার শহরের চক সূত্রাপুর কসাইপাড়া এলাকার মজিবর রহমান সরকারের ছেলে। এছাড়াও তিনি আলোচিত মতিন কাউন্সিলরের ভাই