চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার পাঠানিয়াগোদা এলাকায় নিজ ভাড়া বাসায় ছুরিকাঘাতে খুন হয়েছেন এক প্রবাসী যুবক। নিহতের নাম মো. আকিব (৩২)। তিনি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা হলেও স্ত্রীকে নিয়ে নগরীর পাঠানিয়াগোদায় বসবাস করছিলেন। সম্প্রতি তিনি দুবাই থেকে দেশে ফিরে আসেন।
সম্প্রতি এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আকিবের স্ত্রী পুষ্পা (২৫) এবং কর্ণফুলী উপজেলার বাসিন্দা সাইফুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল কবীর জানান, দেশে ফেরার পর আকিব তার স্ত্রীর সঙ্গে অন্য এক যুবকের সম্পর্কের বিষয়ে জানতে পারেন। এ নিয়ে দাম্পত্য কলহ চলছিল। শনিবার রাতে সাইফুল আকিবের বাসায় গেলে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পুষ্পা ও সাইফুল মিলে আকিবকে মারধর করে। পরে সাইফুল ধারালো ছুরি দিয়ে আকিবকে উপর্যুপরি আঘাত করলে তিনি গুরুতর আহত হন। ধস্তাধস্তির সময় সাইফুলও আঘাতপ্রাপ্ত হন।