গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে এবং ফিলিস্তিনের মুক্তিকামী জনগণের প্রতি সংহতি জানিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কালো ব্যাজ ধারণ ও শান্তিপূর্ণ মৌন অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে একাডেমিক ভবনের সামনে আয়োজিত কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
কর্মসূচির নেতৃত্ব প্রদান করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভিসি অধ্যাপক মোঃ লুৎফর রহমান, প্রো-ভিসি অধ্যাপক ড. মোঃ নূরুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম, বিভিন্ন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত), রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানরা।
এই শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনের পাশে থাকার নৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের মানবতাবিরোধী অপরাধ রুখে দাঁড়ানোর আহ্বান জানায়।