ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠি সদর উপজেলার ১নং গাভারামচন্দ্রপুর ইউনিয়নের পোষন্ডা গ্রামে একটি ঝুঁকিপূর্ণ সেতুতে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনার ঘটার সম্ভবনা দেখা দিয়েছে। ঝালকাঠি-স্বরূপকাঠি উপজেলার সংযোগ খালের উপর পোষন্ডা গ্রামে অবস্থিত লোহার পিলারে ঢালাই ব্রিজটির মধ্যাংশ ভেঙ্গে পড়েছে। ধারনা করা হয় রাতের আঁধারে বালুর বলগেট বা ট্রলারের ধাক্কায় ব্রিজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সরেজমিনে দেখা যায়, ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে কিন্তু তার উপর দিয়ে প্রতিদিন পোষন্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়, আটঘর মাধ্যমিক বিদ্যালয়ের ও কুড়িয়ানা ডিগ্রি কলেজের কয়েকশত শিক্ষার্থী যাতায়াত করছে। এছাড়াও এলাকার ব্যবসায়ী, কৃষক ও শ্রমিক সাধারণ মানুষ যাতায়াত করছে ব্রিজটি দিয়ে। মাঝে মধ্যে অটোরিকসা, ভ্যান ও মোটর সাইকেল ব্রিজের উপর দিয়ে চলাচল করছে। তবে যেকোন সময় ব্রিজটি ভেঙ্গে খালের মধ্যে পড়ে যাওয়ার সম্ববনা দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দা সবুজ খলিফা জানান, “আমরা প্রতিদিন ব্রিজটির উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করি। যেকোন সময় ব্রিজটি ভেঙ্গে পড়তে পারে। এ নিয়ে এলাকাবাসী উদ্বিগ্ন রয়েছে। আমরা প্রশাসনের কাছে দাবী জানাচ্ছি যে, দ্রুত ব্রিজটি সংস্কারের বা নির্মানের ব্যবস্থা করা হোক।”
১নং গাভারামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: কবির হোসেন মুঠোফোনে জানান, “বিষয়টি জানলাম এবং খোজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো।”