বেনাপোলের ছোট আঁচড়া গ্রামে নিজ বাড়ির উঠান থেকে মিজানুর রহমান মিজান (৫০) নামে এক কসাইয়ের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে। নিহত মিজান ওই গ্রামের মৃত হানেফ সর্দারের ছেলে।

নিহতের শ্যালক ইসমাইল জানান, মিজান স্থানীয় একটি মাংসের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন এবং পাশাপাশি গরুর ব্যবসাও করতেন।

বৃহস্পতিবার রাত ২টার পর তিনি গরু জবাইয়ের উদ্দেশ্যে ঘর থেকে বের হন। কিন্তু ভোর পর্যন্ত দোকানে না যাওয়ায় দোকান মালিক আহমেদ বারবার ফোন করেও তার খোঁজ পাননি। ফোন বন্ধ পাওয়ায় পরে তিনি ভ্যানচালকের মাধ্যমে মিজানের বাড়িতে খবর পাঠান।

ভ্যানচালক বাড়িতে গিয়ে ডাকাডাকি করলে মিজানের স্ত্রী বের হয়ে দেখতে পান, স্বামী উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং গলা কাটা অবস্থায় মিজানকে পড়ে থাকতে দেখেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে একটি ধারালো ছুরি জব্দ করা হয়েছে। তদন্ত শেষে হত্যার কারণ উদঘাটন করা হবে।