কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা : কলারোয়ায় জামায়াতের উদ্যোগে নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলার ১ নং জয়নগর ইউনিয়ন শাখার আয়োজনে বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কলারোয়া উপজেলার ১ নং জয়নগর ইউনিয়ন জামায়াতের আমীর মাষ্টার সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাক।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মাষ্টার শওকত আলী উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কোরবান আলী সহ ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।