বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদ

নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস ভাড়া ৫০ টাকা থেকে ৫৫ টাকা করার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা আহ্বায়ক সাকিব হোসেন হৃদয় বলেন, “সাধারণ মানুষ দ্রব্যমূল্যের চাপে যখন নিঃশ্বাস নিতে পারছে না, তখন বাস ভাড়া বাড়ানো তাদের জন্য আরেকটি বোঝা। জনগণের স্বার্থ উপেক্ষা করে নেয়া এই সিদ্ধান্ত গণবিরোধী।” যুগ্ম আহ্বায়ক রুবেল মোল্লা বলেন, “মালিকপক্ষের সিন্ডিকেটের স্বার্থে ভাড়া বাড়ানো হয়েছে। যাত্রীদের পকেট কেটে বাস মালিকদের লাভবান করার এ ধরনের সিদ্ধান্ত আমরা মানি না।”

সদস্য সচিব রাকিবুল ইসলাম ইফতি বলেন, “যুব সমাজ স্পষ্ট করে জানাচ্ছে- এই বাড়তি ভাড়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যদি সিদ্ধান্ত প্রত্যাহার না করা হয় তবে সাধারণ মানুষের স্বার্থে আমরা রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব।”

আগামীকাল ২২ আগস্ট বিকাল ৪টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণে বাসের ভাড়া বৃদ্ধির অযোক্তিক সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছে বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা।

বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার দপ্তর সম্পাদক হারুন অর রশীদ আকাশ এক বার্তায় এ তথ্য জানান।

আইনজীবী সমিতির নির্বাচন

নারায়ণগঞ্জের জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দলের মনোনিত প্রার্থীরা বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিএনপি পন্থি আইনজীবী ফোরাম থেকে বহিস্কৃত হলেন তিন আইনজীবী। বহিস্কৃতরা হলেন জেলা বার নির্বাচনে সভাপতি প্রার্থী অ্যাডভোকেট রেজাউল করিম খান রেজা, সাধারণ সম্পাদক প্রার্থী শেখ মো: গোলাম মোর্শেদ গালিব।

পাশাপাশি নারায়ণগঞ্জ বার ইউনিট থেকে দলীয় শৃংখলা ভঙ্গ করায় কামাল হোসেন মোল্লকে বহিস্কার করা হয়েছে। বুধবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদি আইনজীবী ফোরামের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই অব্যহতি দেয়া হয়।

নোটিশে বলা হয়, জাতীয়তাবাদি আইনজীবী ফোরাম কেন্দীয় কমিটির সদস্য রেজাউল করিম খান রেজা, কামাল হোসেন মোল্লা, শেখ মো: মুর্শেদ গালিবের কেন্দ্রীয় সদস্যপদসহ দলীয় শৃংখলা ভঙ্গের কারনে সকল সদস্যপদ থেকে অব্যহতি দেয়া হয়েছে।

বন্দরে বকেয়া বেতনের দাবি

নারায়ণগঞ্জের বন্দরে ছয় মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করেছে আব্দুল মোনেম লিমিটেড'র সেন্টাল ওয়ার্কশপ শ্রমিকরা। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে বন্দর উপজেলার জাঙ্গাল এলাকায় অবরোধ কর্মসূচি পালন করা হয়। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এক সপ্তাহের মধ্যে বকেয়া বেতন পরিশোধ আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, বন্দর উপজেলার ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের পাশে জাঙ্গাল এলাকায় অবস্থিত আব্দুল মোনেম লিমিটেড'র সেন্টাল ওয়ার্কশপ। এখানে সিকিউরিটি গার্ডসহ শতাধিক শ্রমিক কর্মরত। কর্তৃপক্ষ গত ৬ মাস ধরে বেতন দেই দিচ্ছি বলে তালবাহানা করে আসছেন। পরিবার পরিজন নিয়ে খেয়ে না খেয়ে চলছে মানবতার জীবনযাপন। নিরূপায় হয়ে মহাসড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি। এক সপ্তাহে মধ্যে বকেয়া বেতন পরিশোধ না করলে আবারো মহাসড়কের অবরোধের হুশিয়ারি দেন শ্রমিকরা।

আব্দুল মোনেম লিমিটেড'র সেন্টাল ওয়ার্কশপের ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, আগামী এক সপ্তাহের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করা হবে।

আইন-শৃঙ্খলা কমিটির সভা

নারায়ণগঞ্জের বন্দরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটি মাসিক সভায় উপস্থিত ছিলেন বন্দর থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী, কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালে আহাম্মদ পাঠান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজোয়ান আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সরকার আশরাফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

আলোচনায় বক্তারা বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি রোধ, তালতলা ইস্পাহানিতে ডাকাতি, নবীগঞ্জ–মোগড়াপাড়া সড়ক সংস্কারের অগ্রগতি, মদনগঞ্জ-মদনপুর হাইওয়ে সংস্কার এবং কারখানায় শিশুশ্রম নিরসনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলেচনা করা হয়।