দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা : উৎসবমুখর পরিবেশে দেওয়ানগঞ্জ হাফিজিয়া মাদরাসার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার দেওয়ানগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে।
অনুষ্ঠান উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কোষাধক্ষ্য এম. রশিদুজ্জামান মিল্লাত।সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ হাফিজিয়া মাদরাসার মুহতামিম হাফেজ আ. ছালাম দা.বা.।
দিনব্যাপী এ অনুষ্ঠানে মাদরাসার প্রতিষ্ঠাকালিন ১৯৭৫ থেকে ২০২৫ শিক্ষাবর্ষ পর্যন্ত সকল বিদায়ী ব্যাচের প্রায় দেড় হাজার সাবেক ছাত্র যোগ দেন। অনুষ্ঠানে মাদরাসাটির বর্তমান ও সাবেক শিক্ষকদেরর সম্মাননা দেওয়া হয়।
প্রাক্তন ছাত্রদের বক্তব্য তারা বলেন ৫০ বছর পর মনে হচ্ছে আমরা আমাদের সেই ছাত্রজীবন ফিরে পেলাম এবং এ পূর্ণমিলনী হৃদয়ে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে এবং সর্বাপরি আমরা মাদরাসা ও প্রিয় অস্তাদের সফলতা কামনা করছি।
অনুষ্ঠানটির মাধ্যমে দীর্ঘদিন পর পুরোনো সহপাঠীদের কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন বিভিন্ন বয়সের সাবেক ছাত্ররা । একে অপরকে বন্ধুত্বের ভালোবাসায় সিক্ত হয়ে আনন্দমুখর পরিবেশে সহপাঠীদের সাথে গল্প ও আড্ডায় মেতে ওঠেন । সেলফি তুলতেও ব্যতিব্যস্ত হয়ে ওঠেন ।
পরে বাদ মাগরিব সুবর্ণ জয়ন্তি উপলক্ষে বাদমাগরীব ইসলামি সম্মেলনে মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।