চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ নূরুল ইসলাম বুলবুল বলেছেন, ইনসাফ প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতীককে জয়যুক্ত করে সাম্যের সরকার প্রতিষ্ঠা করতে হবে। জামায়াত ক্ষমতায় গেলে এদেশে শাসন ব্যবস্থা নায্যতার ভিত্তিতে পরিচালিত হবে। বাংলাদেশ জামায়াতে ইসলাম সৎ নেতৃত্ব ও আল্লাহর আইনের বাস্তবায়ন চাই। আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজি মুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করবো ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচনে সকল সম্প্রদায়ের সমর্থন আশা করেন তিনি। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী সুখি-সমৃদ্ধ একটি কল্যাণমূখী ও মানবিক রাষ্ট্র গঠন এবং ইনসাফ ও ন্যায় বিচারের বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। দলমত, নির্বিশেষে বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে চায়। যেখানে থাকবে না কোনো ভেদাভেদ, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় থাকবে না কোনো বৈষম্য। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রাজারামপুর মালোপাড়া, হাসপাতাল রোড, পুরাতনবাজার, হুজরাপুর হয়ে পাওয়ার হাউজ মোড়ে গণসংযোগকালে পথসভায় তিনি এসব কথা বলেন। নূরুল ইসলাম বুলবুল আরো বলেন, সংসদের উভয় কক্ষে প্রতিনিধিত্বমূলক প্রণালি (চজ সিস্টেম) চালু করতে হবে। নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। এছাড়া ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের বিচার করতে হবে এবং জাতীয় পার্টসহ তাদের দোসরদের নিষিদ্ধ করতে হবে। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী, ১৫ নং ওয়ার্ড সভাপতি মোঃ সভাপতি মোঃ ইউসুফ প্রমুখ।