DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

গ্রাম-গঞ্জ-শহর

কুমিল্লায় ৫ আগস্ট গুলীবিদ্ধ আব্দুস সামাদের ইন্তিকাল

কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৫ আগস্ট পুলিশের হাতে গুলীবিদ্ধ আব্দুস সামাদ ইন্তিকাল করেছেন। গত মঙ্গলবার বিকেল ৩টায় ঢাকা জাতীয় হৃদরোগ হাসপাতালে তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)। সামাদ কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের ধামতী উত্তরপাড়া গ্রামের আছমত আলীর ছেলে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ এ তথ্য নিশ্চিত করেছেন।

কুমিল্লা অফিস
উপজেলা সংবাদদাতা
Printed Edition
COMI

কুমিল্লা অফিস ও দেবিদ্বার সংবাদদাতা : কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৫ আগস্ট পুলিশের হাতে গুলীবিদ্ধ আব্দুস সামাদ ইন্তিকাল করেছেন। গত মঙ্গলবার বিকেল ৩টায় ঢাকা জাতীয় হৃদরোগ হাসপাতালে তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)। সামাদ কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের ধামতী উত্তরপাড়া গ্রামের আছমত আলীর ছেলে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ এ তথ্য নিশ্চিত করেছেন।

জাতীয় নাগরিক কমিটি দেবিদ্বার উপজেলা শাখার সদস্য নাহিদুল ইসলাম নাহিদ সাংবাদিকদের জানান, গত বছরের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের দিন থানা ঘেরাওকালে দেবিদ্বার রেয়াজ উদ্দিন সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পুলিশের হাতে গুলীবিদ্ধ হন সামাদ। এ সময় তিনি মারাত্মক আহত হয়েছিলেন। এরপর থেকে সাত মাস হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। গত মঙ্গলবার বিকেল ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, ৫ আগস্ট পায়ের উরুতে গুলীবিদ্ধ হন সামাদ। তিনি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। ওই ঘটনায় ট্রাইব্যুনালে মামলা চলমান। তিনি সম্প্রতি দেবিদ্বার ইউএনওর কার্যালয়ে এসে মামলার সাক্ষ্য দিয়ে গেছেন। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে তাকে আবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শুনেছি হার্ট অ্যাটাকে মারা গেছেন তিনি। এদিকে, গতকাল বুধবার সকালে দেবিদ্বার উপজেলা ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যলয়ে মাঠে জানাযায় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাবেক আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাসনাত খান কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এফএম তারেক মুন্সি কুমিল্লা উত্তর জেলা জামায়াতে সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ শামসুদ্দীন ইলিয়াসসহ সর্বস্তরের নেতৃবৃন্দ জানাযায় অংশগ্রহণ করেন। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।