পার্বতীপুরে সেটেলমেন্ট কর্মকতার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সেটেলমেন্ট কর্মকর্তা মোটা অংকের অর্থের বিনিময়ে শত বছরের কবরস্থানের আকার বা রকম পরিবর্তন করে ব্যক্তির নামে রেকর্ড করে দেয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী গত ২৫ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী অফিসার এর নিকট লিখিত অভিযোগ করেছে। অভিযোগ থেকে জানা যায় পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ধোবাকল মৌজার ১৮৭ নং খতিয়ানে ৭৯৬৬ দাগে ১ একর ৪০ শতাংশ সম্পত্তি সিএস ও এসএ রেকর্ডে রকম বা আকার কবরস্থান হিসাবে রেকডভুক্ত হয়। ধোবাকল চকবোলিয়া ও খিয়ারপাড়া গ্রামের লোকজন প্রায় দেড়শত বছর ধরে কবরস্থান হিসাবে শত শত মৃত ব্যক্তিকে ওই সম্পত্তিতে দাফনকার্য সম্পন্ন করে আসছেন। ধোবাকল চকবোলিয়া সরদারবাড়ী গ্রামের অর্থলোভী সাজ্জাদ হোসেন সরদার, নূরুল আমিন সরদার এহসানুল করিম সরদার এই তিন ব্যক্তি পার্বতীপুর সেটেলমেন্ট কর্মকর্তাকে মোটা অংকের অর্থের বিনিময়ে ম্যানেজ করে ৪২(ক) ধারায় কবরস্থানটির নাম সংশোধন করে আবাদি সম্পত্তিতে রূপান্তরিত করে নিজ নামে রেকর্ড কার্য সম্পাদন করে নেয়। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী কবরস্থানটি রক্ষার জন্য পার্বতীপুর সেটেলমেন্ট কর্মকর্তার সংগে যোগাযোগ করেও কোন সুরাহা হয়নি। ক্ষুব্ধ এলাকাবাসী ব্যক্তি নামীয় রেকর্ড বাতিল পূর্বক পূর্বের ন্যায় কবরস্থান হিসাবে রেকর্ড করার জোর দাবি জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার বিষয়ে জানতে চাইলে পার্বতীপুর উপজেলা সহকারি সেটেলমেন্ট কর্মকর্তা মো: জিয়াউল হক বলেন এরকম ঘটনা ঘটেছে আমার জানা নাই। পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার অভিযোগের কথা স্বীকার করেন।
গ্রাম-গঞ্জ-শহর
পার্বতীপুরে অর্থের বিনিময়ে কবরস্থান ব্যক্তির নামে রেকর্ড
পার্বতীপুরে সেটেলমেন্ট কর্মকতার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সেটেলমেন্ট কর্মকর্তা মোটা অংকের অর্থের বিনিময়ে শত বছরের কবরস্থানের আকার বা রকম পরিবর্তন করে ব্যক্তির নামে রেকর্ড করে দেয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী
Printed Edition
