চট্টগ্রামের মিরসরাই উপজেলার দুই থানায় ডাকাতি ও ধর্ষণ বেড়ে গেছে। জোরারগঞ্জে একদিনের ব্যবধানে পৃথক দুটি ধর্ষণের ঘটনা ঘটেছে। অপর দিকে মিরসরাই থানায় ডাকাতির ঘটনা ঘটেছে। ধর্ষণের ঘটনায় রবি অপারেটরের একজন নারি সিম বিক্রিয়কর্মীকে গণধর্ষণ ও অপর ঘটনায় ৯ বছরের এক শিশু কে ধর্ষণ করা হয়েছে। গণধর্ষণের কাজে ব্যবহৃত একটি সিএনজি সহ একজন সিএনজি চালক ও শিশু ধর্ষণের ঘটনায় ১৫ বছরের এক কিশোরকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্প্রতি মিরসরাইয়ের অর্থনৈতিক অঞ্চলে ৩শ’ ফিট এলাকায় নারী বিক্রয় কর্মীকে সিএনজি থেকে নামিয়ে গণধর্ষণ করা হয়। একই রাতে মিরসরাই থানার খৈয়াছড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড এক আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এর আগে একই এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সভাপতি মোজাম্মেল হক ডাকাতির কবলে পড়েন বলে অভিযোগ রয়েছে। এছাড়া শুক্রবার রাতে জোরারগঞ্জ থানার ইছাখালি ইউপির ৬নং ওয়ার্ড জলদাশ পাড়ায় ৯ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ করা হয়। দুটি ধর্ষণের ঘটনায় ভিকটিমের পরিবার বাদি হয়ে জোরারগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন। ধর্ষণের ঘটনায় আটককৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে খৈয়াছড়া ঝর্না রোড়ে আওয়ামী লীগ নেতা মহিউদ্দিনের বাড়িতে ডাকাতির ঘটনায় মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের সদস্যদের দাবি রাত ২ টার দিকে শাবাল দিয়ে ঘরের দরজা ভেঙে বিভিন্ন অস্ত্রে সজ্জিত ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল তাদের ঘরে প্রবেশ করে।
ঘরে দৃষ্টিহীন মহিউদ্দিনের পিতা গনি মেম্বার ও তার ছোট ভাইয়ের এক স্ত্রী ছিলেন। ডাকাতরা ঘরে প্রবেশ করেই নারী সদস্যকে অস্ত্রের ভয় দেখিয়ে আলমিরার চাবি নিয়ে নগদ ৩০ হাজার টাকা ও তার গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ও ৩ আনা ওজনের কানের দূল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ধর্ষণের বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘এক শিশুকে ধর্ষণ ও তরুণী ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। তরুণী ধর্ষণের ঘটনায় তাৎক্ষণিক পুলিশ একজনকে আটক করেছে। শিশু ধর্ষণের ঘটনায় মামলার প্রেক্ষিতে অভিযুক্ত নিশানকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের আদালতে প্রেরণ করা হবে। ভিকটিমদের মেডিকেল পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, ডাকাতির একটা অভিযোগ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাতির বিষয়টি তদন্ত চলছে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।