জামায়াতে ইসলামী নেতা ও নোয়াখালী -৫ আসনে(কোম্পানীগঞ্জ-কবিরহাট উপজেলা) জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন, কোম্পানীগঞ্জে নদী ভাঙন রোধে স্থায়ী ক্রস ড্যাম নির্মাণ,চরএলাহী স্লুইসগেট চালু,চরএলাহী ইউনিয়ন ও বাজার রক্ষার্থে দু’কিলো মিটার ব্লক দিয়ে বেড়ি বাঁধ নির্মাণ,ভাঙন কবলিত মানুষদের গৃহায়ণ-পূনর্বাসনের দাবি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের নিকট।

গত মঙ্গলবার দুপুরে উপজেলার চরএলাহী ইউনিয়নের ভাঙন কবলিত এলাকায় পদযাত্রা ও পরিদর্শন শেষে চরএলাহী ঘাট সংলগ্ন মসজিদে চত্বরে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বেলায়েত হোসেন এসব দাবি জানান।

অধ্যক্ষ বেলায়েত বলেন,গত বছর বন্যায় মুছাপুর রেগুলেটর ভেঙে যাওয়ায় এখানে মানবিক বিপর্যয় সৃষ্টি হওয়ায় জামায়াত অতীতের মত গণদাবি নিয়ে পদযাত্রার কর্মসূচি দিয়েছে। ইতোপূর্বে এসব দাবি নিয়ে জামায়াত মানববন্ধন,সভা- সমাবেশ করে দাবি জানানোর প্রেক্ষিতে এখানে সরকারের দুজন উপদেষ্টা ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব পরিদর্শনে এসে ভাঙন রোধে ব্লক ফেলার নির্দেশনা দেন।এতে জনগণ সাময়িক উপকৃত হলেও এটা স্থায়ী সমাধান নয়।চরএলাহী,চরফকিরা,মুছাপুর, চরহাজারী ও চরপার্বতী ইউনিয়নে গত ৩০-৩৫ বছর যাবত নদী ভাঙনে মানুষ নি:স্ব হচ্ছে। পঁচিশ হাজার একর কৃষি জমি নদীতে বিলীন, ১০ হাজার পরিবার বসত ভিটি হারিয়ে গৃহহীন হয়েছে। ১০ কিলোমিটার এলাকাজুড়ে নদী গর্ভে হারিয়ে গেছে বহু মসজিদ মাদরাসা, স্কুল মক্তব ও হাট বাজার ।

জামায়াতের এ নেতা বলেন,উপরোল্লিখিত দাবিগুলো এঅঞ্চলের মানুষের প্রাণের দাবি। হ ক্রস ড্যাম নির্মানের অর্ডার হলেও কাদের ঈঙ্গিতে -ইশারায় ও ইন্ধনে ক্রস ড্যাম নির্মাণ আরম্ভ হচ্ছে না,চরএলাহীতে নির্মিত স্লুইস গেট অনেক আগে নির্মিত হলেও কোন কুচক্রিমহলের অদৃশ্য নির্দেশে স্লুইসগেট চালু করা হচ্ছে না,তা অন্তর্বর্তী সরকারের কাছে জনগণ জানতে চায়।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের দলীয় নেতাদের অবৈধ বালু উত্তোলন -ব্যবসার কারণে ই মুছাপুর রেগুলেটর ভেঙে গেছে। এখনো অবৈধ বালু উত্তোলন করায় লক্ষ লক্ষ মানুষ নদী ভাঙনের হুমকিতে রয়েছে। বৈধ বালু ব্যবসাতে আমাদের আপত্তি নেই,কিন্তু গণবিধ্বংশি অবৈধ বালু উত্তোলন-ব্যবসা জনস্বার্থে বন্ধ করতে হবে।

চরএলাহী ইউনিয়ন জামায়াতের আমীর আইয়ুব আলীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাখেন,বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন,উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমানসহ উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।