নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের ফতুল্লায় রাস্তার পাশে ড্রেন থেকে জনি সরকার নামে হাত-পা বাধা বস্তাবন্দি এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় পূর্ব শিয়াচর লালখাঁ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। সে সিলেট জেলার জামালগঞ্জ থানার বিশ্নপুর গ্রামের করুনা সরকারের ছেলে।

নিহতের বাবা জানান, জনি গার্মেন্টস শ্রমিক। সোমবার রাত ৯টায় বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি। সকালে খবর পেয়ে এসে ছেলের লাশ শণাক্ত করে। এলাকার মাদকাসক্ত ছেলেদের সাথে তার চলাফেরা ছিল।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে মাদকের দ্বন্দ্বের জেরে এ হত্যাকা- হতে পারে। হত্যার সাথে জড়িতদের শণাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।